
বিদেশে কর্মরত অবস্থায় স্ত্রীর সঙ্গে ভিডিও কলের সময় পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন এক প্রবাসী। ঘটনাটি ঘটে গত ২৬ জুলাই ওমানের সালালাহ এলাকায়। আত্মঘাতী রুমন মিয়া (৩৫) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ইশানচন্দ্র গ্রামের বাসিন্দা। তার মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
রুমনের আত্মীয় ওবায়দুল হক ওমান থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে রুমন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৯ বছর আগে রুমনের পারিবারিকভাবে খালাতো বোন পান্না আক্তারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের চার মাস পরই রুমন জীবিকার তাগিদে ওমানে পাড়ি জমান। দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। তবে বিয়ের পর থেকেই স্ত্রী তার বাবার বাড়িতে থাকতেন, যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে টানাপোড়েন চলছিল।
নিহতের স্ত্রী পান্না আক্তার বলেন, "আমাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করছে দেখে লাইভ কল কেটে একই ফ্যাক্টরিতে কাজ করা আমার মামাতো বোনের জামাই ওবায়দুল হককে বিষয়টি জানাই। তিনি গিয়ে দেখেন স্বামী ফাঁস দিয়ে ঝুলে আছেন। তখন আমি জানতে পারি স্বামী আত্মহত্যা করেছেন।"
তবে তিনি দাবি করেন, পরকীয়ার ভিডিওকে কেন্দ্র করে কোনো ঝগড়ার বিষয়টি সঠিক নয়।
রুমনের মা বলেন, "আমি শখ করে বোনের মেয়েকে পছন্দ করে বিয়ে করাই। বিয়ের পর থেকে তারা আলাদা থাকে। আমার খোঁজখবর রাখতোনা। লোক মারফত জানতে পারি আমার পুত্রবধূ পরকীয়ায় জড়িয়ে গেছে। যদি এই কারণে আমার ছেলে আত্মহত্যা করে থাকে। আমি এর বিচার চাই।"