
গত আট দিনের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্থানে নাশকতা এবং সহিংসতার ঘটনা চালিয়েছে। শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায়কে কেন্দ্র করে এসব অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রোববার মধ্যরাত থেকে সোমবার রাত ১০টা পর্যন্ত আগুনে পুড়ে গেছে ১৮টি যানবাহন, ফলে মোট ৫৭টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মানিকগঞ্জে আগুনে দগ্ধ একজন চালকের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন; দুইজন আগুনে পুড়ে, আর একজন পানিতে ডুবে মারা গেছেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় গ্রামীণ ব্যাংকের চারটি শাখা এবং একটি ভূমি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। চার জেলায় সড়কে গাছ কেটে যান চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীতে ২৫ জন, নারায়ণগঞ্জে ১২ জন এবং যশোরের অভয়নগর থেকে ৯ জনকে আটক করা হয়েছে।
মানিকগঞ্জে দগ্ধ চালকের মৃত্যু
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ চালক পারভেজ খান (৪৫) সোমবার সকাল ৯টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। নিহত চালকের ছেলে সুমন খান এ তথ্য নিশ্চিত করেছেন। শিবালয় থানার ওসি এস এম আমান উল্লাহ জানিয়েছেন, বাসমালিকের মামলায় হত্যার ধারা যুক্ত করা হবে।
যানবাহনে আগুন
সিলেট নগরীর আখালিয়া নবাবী মসজিদের পাশে রোববার রাত দেড়টার দিকে ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের গ্যারেজে ১২টি গাড়ি পুড়ে যায়। মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুলিশ নাশকতার সম্ভাবনা খতিয়ে দেখছে।
ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে জেলা কর কার্যালয়ের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফতুল্লা মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন, রোববার রাত ২টায় এ ঘটনা ঘটে।
কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে আগুন লাগানো হয়। সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
কিশোরগঞ্জে ভোররাতে একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে বলে উপ-সহকারী পরিচালক মোফাজ্জল হোসেন জানিয়েছেন।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদিয়াশোলাইয়ে ভোরে মাটি কাটার ভেকুতে আগুন লাগানো হয়।
সাভারের বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের আশুলিয়ার বেরন এলাকায় একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রামে পতেঙ্গার জেএম প্লান্টের সামনে রাখা একটি বাসে রোববার রাত ২টায় অগ্নিসংযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকার ধামরাইয়ে ডি-লিংক পরিবহনের থেমে থাকা বাসে আগুন লাগানো হয়। রোববার রাত সোয়া ১০টার দিকে ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকসহ অন্যান্য স্থাপনায় অগ্নিসংযোগ
কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকায় সোমবার ভোরে গ্রামীণ ব্যাংকে আগুন দেয় দুর্বৃত্তরা। সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, একজনকে আটক করা হয়েছে।
বগুড়ার ধুনট উপজেলায় রোববার রাত ৩টায় গ্রামীণ ব্যাংক গোসাইবাড়ী শাখায় আগুন দেওয়া হয়। ধুনট থানার ওসি সাইদুল আলম জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়ায় গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২-এ ককটেল ছুড়ে আগুন লাগানো হয়। পাশের নির্মাণাধীন ভবনেও বিস্ফোরণ ঘটে। কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
পটুয়াখালী সদর উপজেলার ডিবুয়াপুর শাখায় মশা মারার স্প্রে ব্যবহার করে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রামের সদর সার্কেলে বাদশা মিয়া সড়কের ভূমি কার্যালয়ে সোমবার ভোরে অগ্নিসংযোগ করা হয়।
সড়ক অবরোধ
পাবনার ঈশ্বরদীর নওদাপাড়ায় ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে রোববার রাত ২টায় ট্রাকভর্তি বালু ফেলে সড়ক বন্ধ করে দেন দুর্বৃত্তরা। এতে প্রায় ৩ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। একই মহাসড়কে সরইকান্দিতে গাছ কেটে এবং আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করা হয়।
কিশোরগঞ্জ-গাজীপুর সড়কের পাকুন্দিয়ার শ্রীরামদীতে রাতে গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়।
গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের গুঁড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ করা হয়েছে।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাঠিরহাটে সোমবার ভোররাত ৪টায় সড়ক ও রেললাইনে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে রোববার মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছে।
রাজধানীর মৌচাক ও মিরপুর-১ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় রোববার রাত সাড়ে ৩টার দিকে পাঁচটি ককটেল ও দুটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।