
নোয়াখালীর সোনাইমুড়ী রেলওয়ে চত্বরে ধানের শীষ প্রার্থী এ এম মাহবুবুর উদ্দিন খোকনের নির্বাচনী প্রচারণায় ডিজিটাল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে বিএনপি প্রার্থী বলেন, জামায়াত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে, অথচ সেই একই সময়ে তারা আওয়ামী লীগের ভোটও আশা করছে। এছাড়া, বিএনপির বিরুদ্ধে ফেইক আইডি ব্যবহার করে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।
শুক্রবার (২১ নভেম্বর) ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এ এম মাহবুবুর বলেন, “শহীদ জিয়ার সৈনিকেরা সতর্ক থাকতে হবে। কেউ দলের বিরুদ্ধে অপপ্রচার বা কুটুক্তি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এসব কারণে আগামী নির্বাচন কঠিন হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুবুর উদ্দিন খোকন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাসুদ রহমান এবং যুক্তরাজ্য প্রবাসী টিপু সুলতান।
অনুষ্ঠানটি সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব রেজা রাব্বি মাহবুবের সঞ্চালনায় সম্পন্ন হয়। এতে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, সোনাইমুড়ী ও চাটখিলের ৪০টি গুরুত্বপূর্ণ স্পটে জনসভা এবং ডিজিটাল ক্যাম্পের মাধ্যমে ধানের শীষের প্রচারণা চালানো হবে। এছাড়াও বিএনপি'র ৩১ দফা ভোটাধিকারের দৃষ্টিভঙ্গি জনগণের মাঝে পৌঁছে দেওয়া হবে।