
রাজধানীতে বসবাসরত ভোলার মানুষ তাদের পাঁচ দফা দাবির পক্ষে শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলায় মেডিকেল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, গ্যাস সংযোগসহ অন্যান্য উন্নয়ন দাবি।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান নেন এসব দাবিদার ভোলাবাসী।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা বলেন, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হলো ভোলা-বরিশাল সেতু নির্মাণ। তাদের ভাষায়, “ভোলার প্রতিটা মানুষ এই দাবিকে সমর্থন করে। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ঘটানোর জন্য এই সেতু খুবই গুরুত্বপূর্ণ।”
তারা আরও জানান, পুরো জেলার মানুষের সমর্থন থাকায় রাজপথে নামতে বাধ্য হয়েছেন এবং আশা করেন, সরকার দ্রুত এ সেতু নির্মাণের উদ্যোগ নেবে।
আন্দোলনকারীরা বলেন, গত কয়েকদিন ধরে তারা পাঁচ দফা দাবি নিয়ে শাহবাগে কর্মসূচি পালন করছেন। শুক্রবারের মিছিলে হাজারো মানুষ অংশ নেন। তাদের মতে, ভোলা-বরিশাল সেতু হলে দুই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে, উপকৃত হবে সাধারণ মানুষ। তাই তারা সরকারের কাছে প্রত্যাশা- দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা।
কর্মসূচিতে ঢাকায় থাকা ভোলার বাসিন্দারা ব্যানার-ফেস্টুন নিয়ে উপস্থিত হয়ে দাবির প্রতি সমর্থন জানান।