
নিরাপত্তা উদ্বেগকে সামনে রেখে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিতে অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতকে ভেন্যু হিসেবে মানতে অস্বীকৃতি জানিয়ে তারা শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চায়—এমন অবস্থানের মুখে আইসিসির সঙ্গে টানাপোড়েন আরও ঘনীভূত হয়েছে।
বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরানোর অনুরোধ জানিয়ে বিসিবি আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তিকরণ কমিটির (ডিআরসি) কাছে আপিল করেছিল। তবে বিষয়টি আপিল সাব-কমিটির এখতিয়ারভুক্ত না হওয়ায় সেই আপিলের শুনানি হচ্ছে না।
ডিআরসির টার্ম অব রেফারেন্সের ১.৩ ধারা অনুযায়ী, বোর্ড পরিচালকদের মাধ্যমে নেওয়া আইসিসির কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল পরিচালনা করতে পারে না ডিআরসি—এ কারণে বিসিবির আবেদন কার্যত অগ্রহণযোগ্য হয়ে পড়ে।
তবুও শেষ চেষ্টা হিসেবে ক্রীড়া আদালতের শরণাপন্ন হওয়ার সম্ভাবনা খোলা রেখেছে বিসিবি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিসিবির এক সূত্র বলেন, ‘হ্যাঁ, বিসিবি আইসিসি-র ডিআরসির দ্বারস্থ হয়েছে, কারণ তারা তাদের সবকটি বিকল্পই যাচাই করে দেখতে চায়। যদি ডিআরসি বিসিবির বিরুদ্ধে রায় দেয়, তবে একমাত্র সংস্থা যেটির দ্বারস্থ হওয়া সম্ভব তা হলো সুইজারল্যান্ডের কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস।’
এদিকে বাংলাদেশের এই অবস্থানের জেরে কঠোর পদক্ষেপ আসতে পারে বলেও জানিয়েছে পিটিআই। প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহ দুবাইয়ে পৌঁছেছেন। শনিবার (২৪ জানুয়ারি) সেখান থেকেই তিনি বাংলাদেশের বদলি হিসেবে স্কটল্যান্ডের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন।
এর আগে গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ খেলতে সম্মত হতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি জানান, বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় থাকবে।