
পর্দা নামতে যাচ্ছে বিপিএলের দ্বাদশ আসরের। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ফাইনালের ঠিক দেড় ঘণ্টা আগে হেলিকপ্টারে করে মাঠে পৌঁছে দেওয়া হয় বহুল আলোচিত ট্রফিটি।
শুক্রবার (২৩ জানুয়ারি) মাঠে ট্রফি পৌঁছানোর পর দুই ফাইনালিস্ট দলের অধিনায়ক শেখ মেহেদী হাসান ও নাজমুল হোসেন শান্ত ট্রফি হাতে ফটোসেশনে অংশ নেন। বিপিএলের ইতিহাসে এই প্রথমবার ফাইনালের আগে দুই অধিনায়কের এমন যৌথ ফটোসেশন দেখা গেল।
চলতি আসরের ট্রফিটি শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হীরকখচিত এই ট্রফি ফাইনালের আগ পর্যন্ত জনসম্মুখে না আনা নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে।
বিকাল সাড়ে ৪টার দিকে লাল কাপড়ে মোড়ানো অবস্থায় হেলিকপ্টার থেকে ট্রফিটি নামিয়ে মাঠে রাখেন যুব দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী ও জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। এরপর একটি নির্দিষ্ট ট্রফি কেসের ওপর সেটি স্থাপন করা হয়। দুই পাশে দাঁড়িয়ে ফাইনালের দুই অধিনায়ক ট্রফির সঙ্গে ছবি তুলেন।