
ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণার মধ্যেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা তৈরি হলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে মৌচাক এলাকার একটি গলিতে পথসমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে মৌচাক এলাকায় গণসংযোগে অংশ নেন নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রচারণা চলাকালে হঠাৎ পাশের একটি ভবন থেকে তার দিকে ডিম ছুড়ে মারা হয়। এতে মুহূর্তের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলেও দলের নেতা-কর্মী ও সমর্থকেরা দ্রুত নিয়ন্ত্রণ নেন। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ডিজিটাল ক্যাম্পেইন টিমের ব্যবস্থাপক শামিল আব্দুল্লাহ বলেন, ‘মৌচাক এলাকায় বাংলা টিভির গলিতে প্রচারণা চলছিল। এ সময় বাংলা টিভির বিপরীত দিকের ভবন থেকে ডিম ছুড়ে মারা হয়। এরপর আমরা ওই এলাকার কর্মসূচি যথাসম্ভব দ্রুত শেষ করে পরীবাগে চলে আসি।’
তিনি আরও জানান, এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী সম্পূর্ণ অক্ষত রয়েছেন এবং তিনি নিয়মিতভাবেই নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।