
কুষ্টিয়া-৩ আসনে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা থেকেই জনজোয়ার লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, সকালে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা কুষ্টিয়া পৌর কবরস্থানে জুলাইয়ের শহিদদের কবর জিয়ারত করে গণসংযোগ কার্যক্রম শুরু করেন।
এই সময় তিনি শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন। এরপর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় এলাকায় বিভিন্ন স্থানে গিয়ে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ করেন। তিনি এলাকার সমস্যা সমাধান এবং ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। আমির হামজা আশা প্রকাশ করেছেন, জনগণ জামায়াতের প্রার্থী হিসেবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
সদর আসনের একই এলাকায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারও নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি কমলাপুরে তার পিতার কবর জিয়ারতের মাধ্যমে সবার দোয়া গ্রহণ করে ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করেন। গ্রামের মানুষদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন। এই সময় কুষ্টিয়ার উন্নয়নে নানা পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন বিএনপির প্রার্থী।
এদিকে নির্বাচনী এলাকার ভোটাররা জানিয়েছেন, তারা সৎ, যোগ্য এবং এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার ক্ষমতাসম্পন্ন প্রার্থীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।