
গণ অধিকার পরিষদ ছাড়ার বিষয়ে ড. রেজা কিবরিয়া স্পষ্ট করেছেন, “যে দল ইসরায়েলিদের তহবিলে চলতে থাকে, সেই দলে আমি থাকতে পারি না।” সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
রেজা কিবরিয়া বলেন, “বিভিন্ন সময়ে আমি একাধিক দল বদলের কথা ভাবেছি। প্রথমে আমি ছিলাম গণফোরামে। ওখানে বিভিন্ন কারণে দলের মধ্যে বিভাজন দেখা দিয়েছিল। এমপি সংসদে যাবে কি না তা নিয়েও দল দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। এক গ্রুপ বলেছিল সংসদে যাওয়া উচিত নয়, আরেক গ্রুপ বলেছিল, তিনি অবশ্যই সংসদে যোগ দিতে পারেন।”
গণ অধিকার পরিষদ প্রসঙ্গে তিনি বলেন, “ড. জাফরুল্লাহ চৌধুরীকে আমি অত্যন্ত সম্মান করি। উনি আমাকে এখানে যোগ দিতে খুব উৎসাহ দিয়েছিলেন। আমি সেখানে কিছু সময় ছিলাম, কিন্তু পরে বোঝা গেল, সেখানে থাকা সম্ভব নয়। যেখানে দল ইসরায়েলিদের তহবিলে চলতে থাকে, আমি সেখানে থাকতে পারি না।”
ড. কিবরিয়া আরও জানান, বিষয়টি আগে থেকে তার জানা ছিল না। তিনি বলেন, “আগে থেকে আমার কাছে এ তথ্য ছিল না। পরে মিডিয়াতে মিটিংয়ের তথ্য প্রকাশিত হয়। এরপর ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানিয়েছেন, নূরুল হক নূরের সঙ্গে তিনটি জায়গায় মোসাদের মিটিং হয়েছে। তখনই আমি বিষয়টি নিশ্চিত হতে পারি।”