
দেশে কোন নির্বাচনী আমেজ নেই। ভোটাররা নিরুৎসাহিত , প্রার্থীরা নিরাপত্তা হীনতায় ভুগছে। দলগুলোর মধ্যে নিরুৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বলেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
নির্বাচন কমিশনের আপীল বিভাগে দলের প্রার্থীদের পক্ষে লড়তে এসে তিনি উপস্থিত সাংবাদিকদের এই কথাগুলো বলেন।
নির্বাচন কমিশনের আপীল বিভাগে ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে জাতীয় পার্টির প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
৩য় দিনে ০৫ জনের মধ্যে ৩ জনের আপীল মঞ্জুর ও ২ জনের আপীল খারিজ হয়েছে।
আজ সোমবার ১২ জানুয়ারী, ২০২৬ নির্বাচন কমিশনের আপীল বিভাগে জাতীয় পার্টির আপিল সহায়তা কমিটির আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পাটির মহাসচিব ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী। আপীল কার্যক্রম শেষে মহাসচিব জানান, আজকের ৩য় দিনের আপীলের শুনানীতে জাতীয় পার্টির ০৫ জন প্রাথীর মধ্যে ৩ জনের আপীল মঞ্জুর ও ২ জনের আপীল খারিজ হয়েছে। আপীল খারিজ হওয়া প্রার্থী ২ জন উচ্চ আদালতে আপীল করবেন বলে তিনি জানান।
প্রার্থী তালিকা হচ্ছে নিম্নরূপ-
১) মোঃ জাহাঙ্গীর আলম
জাতীয় আসন নং -২২৮, সুনামগঞ্জ -০৫
আপিল নং- ১৪১ (নামঞ্জুর)
২) এস এম আবদুল মান্নান
জাতীয় আসন নং -১৬৯ মানিকগঞ্জ -০২
আপিল নং- ১৫৮ (না মঞ্জুর )
৩) মোঃ মামুনুর রহিম
জাতীয় আসন নং -১৩৫ টাঙ্গাইল -০৬
আপিল নং- ১৬৭ (মঞ্জুর)
৪) একেএম ফজলুল হক
জাতীয় আসন নং – ১৩৮, জামালপুর -০১
আপিল নং- ১৮৮ (মঞ্জুর)
৫) মোঃ আব্দুর রশিদ
জাতীয় আসন নং – ১০৮, সাতক্ষীরা -০৪
আপিল নং- ২০৮ ( মঞ্জুর) ।
আপিল সহায়তা কমিটির আহ্বায়ক- ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ছাড়াও নির্বাচন কমিশনে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন - আপিল সহায়তা কমিটির সদস্য - মাহমুদ আলম। নির্বাচন মিশনে এসময় আরও উপস্থিত ছিলেন - প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরু, এম এ রহিম, সোহেল রহমান প্রমূখ।