
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জাতীয় ঐক্য শুধু কয়েকটি দলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সবার ঐক্য, যেখানে আলেম ও উলামাদের অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি বলেন, দেশের গঠন ও উন্নয়নের দায়িত্ব সবার, তাই দেশের এগিয়ে যাওয়ার জন্য সর্বস্তরের ঐক্য প্রয়োজন। সেই লক্ষ্যেই এনসিপি আলেম ও উলামার ৭ দফা দাবিকে সমর্থন করে।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে নাহিদ ইসলাম এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “আলেম-উলামাদের দায়িত্ব অনেক বেশি, কারণ রাষ্ট্র সংস্কারের সঙ্গে সামাজিক সংস্কারও জরুরি। শুধুমাত্র রাষ্ট্র নয়, সমাজকেও পুনর্গঠন করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে গিয়ে ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য।”
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগ ইসলামবিরোধী রাজনীতি করেছে এবং ভারতের দালালীত্বে লিপ্ত হয়েছে। ইসলামের স্পিরিট বাধাগ্রস্ত করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। যদিও রাজনৈতিক ফ্যাসিবাদ দূর হয়েছে, দেশের পুনর্গঠন সময়সাপেক্ষ হবে।”