সরকার যেভাবে চলছে, এভাবে একটা দোকানও চলে না: অলি আহমদ


MARCH NAEEM 2ND/Oli-Ahmad-6752505b70ca9.jpg

দেশের সামগ্রিক রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, সরকার যেভাবে চলছে, এভাবে একটা সরকার চলে না, এমনকি একটা দোকানও চলে না।

রোববার (১৮ মে) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে তিনি এমন মন্তব্য করেন। এসময় দেশের চলমান অবস্থা, সড়ক অবরোধ, মামলার জট, প্রশাসনিক অস্থিরতা এবং জাতীয় সিদ্ধান্ত গ্রহণে সংকীর্ণতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

অলি আহমদ বলেন, দেশের প্রেক্ষাপট নিয়ে সবাই চিন্তিত, সবাই মঙ্গল চায়। ঢাকা অচল প্রায়। যার দাবি যেটা আছে সেটা নিয়ে রাস্তায় নেমে গেছে। কেউ মেয়র হতে চায়, চাকরি তেকে বরখাস্ত হয়েছে চাকরি নিতে চায়, রাস্তা বন্ধ। দাবি-দাওয়া সঙ্গত কি না তার ধারে কাছেও নেই। নিজের স্বার্থ হাসিল করার জন্য ১৮ কোটি মানুষকে হয়রানি করার চেষ্টা করছে।

অলি বলেন, আমার ইচ্ছে হলো আমি রাস্তায় বসে গেলাম। সরকার একটা নমনীয় ভাব নিয়ে চলছে। বিএনপির বিরুদ্ধে, অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা, আজকে ৯ মাস পর্যন্ত সেই মামলার সমাধান হয়নি।

বিএনপির সাবেক এ নেতা বলেন, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে। হয়তো আমার নাম ব্যবহার করছে, হয়তো আমার দলের নাম ব্যবহার করছে, সরকারের কাজ হলো তাদেরকে ধরা। এখানে কারও প্রতি দয়া দেখিয়ে দেশ চালানো চলবে না।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার তাদের (সরকারের) কোন অধিকার নেই। দেশের বড় রাজনৈতিক দলের নেতাদেরকে ডেকে দেশের বড় বড় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সশস্ত্র বাহিনী একটা বড় হোল্ডার। তাদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি দল বলবো না, গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করতে হবে।

এসময় আগামী বুধবার প্রেস কনফারেন্স করার কথাও জানান তিনি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×