স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত সকালে ফাটাকেষ্ট মুভি দেখে বের হওয়া


Jan 2025/Feb 2025/bijepi-neta-1740754595.webp
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে সকালে ফাটাকেষ্ট মুভি দেখে ঘর থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মাতুব্বর। একইসঙ্গে তিনি দেশের মানুষের শান্তির জন্য তড়িৎগতি ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানিয়েছেন।

আজ শুক্রবার বিকেলে ফরিদপুরে সংগঠনটির কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমন মন্তব্য করেন তিনি। জেলা শহরের কবি জসিম উদ্দীন হল রুমে জেলা শাখার আয়োজনে প্রথমবারের মতো সংগঠনটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
এ সময় প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি জানিয়ে বিজেপি নেতা ইলিয়াস মাতুব্বর বলেন, আপনারা যারা সরকারে আছেন, ঘুমিয়ে ঘুমিয়ে অর্ডার দিয়ে হবে না। আপনাদের বুঝতে হবে শেখ হাসিনার দোসররা লেগে আছে। তারা চুরি, ছিনতাই, ডাকাতি যতটা পারবে ততটা করবে। সুতরাং আপনাদের উচিত মানুষকে শান্তি দেওয়া। স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত সকালে ফাটাকেষ্ট মুভি দেখে ঘর থেকে বের হওয়া। কারণ, প্রশাসনেও কিন্তু ভারতের দোসররা বসে আছে।

তিনি শেখ মুজিবুর রহমানকে স্বৈরশাসক আখ্যা দিয়ে এবং তার কর্মকাণ্ড তুলে ধরে বলেন, শেখ মুজিবুর রহমান ছিলেন দেশের সর্বপ্রথম স্বৈরাশাসক। তার রক্ত শেখ হাসিনার মধ্যে প্রবাহিত। শেখ হাসিনাকে ভারত সাইকো ট্রেনিং দিয়ে পাঠিয়েছে। তার বাবার হত্যার বিচারের জন্য সাইকো হয়ে উঠেছিলেন। 

বিজেপির এই নেতা ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি ভারতের দাদা বাবুদের বলে দিতে চাই, বাঙালি ভাতে-মাছে বাঙালি। দেশের সার্বভৌমত্বের বিষয়ে বাঙালি এক চুলও ছাড় দেবে না, এক ইঞ্চি জমিও ছাড় দেবে না। প্রয়োজনে ১৮ কোটি মানুষ ভারতের সঙ্গে যুদ্ধ করবে। দাদা বাবুদের দিন শেষ, শেখ হাসিনার মতো একজন সাইকো তৈরি করে এদেশ চুষেছেন; কিন্তু আর না। আমরা কিন্তু প্রাণ দিতে জানি।

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন দলটির কেন্দ্রীয় কমিটির দক্ষিণবঙ্গের সমন্বয়ক ইকরাম আলী। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সৈয়দ রাকিবুল হোসেন, যুব বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ অভিসহ বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×