আল্লাহর ওপর ভরসা ছাড়া অন্যকিছুতে নির্ভর করা চিন্তার ক্রটি: জামায়াত আমির


Jan 2025/Feb 2025/amir_20250228_212231578.jpg
নিজেদের কাজ বুঝে নিয়ে দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে ইসলামী ছাত্রীসংস্থার সর্বস্তরের দায়িত্বশীলাদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে ইসলামী ছাত্রীসংস্থার ঢাকা মহানগরী অঞ্চলের সদস্যসহ থানা দায়িত্বশীলদের এক শিক্ষাশিবিরে তিনি এই আহ্বান জানান।

ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল উম্মে আরওয়ার পরিচালনায় অনুষ্ঠিত এই শিক্ষাশিবিরে প্রধান অতিথি ছিলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, ইসলামী ছাত্রীসংস্থার দায়িত্বশীলাদের নিজেদের কাজ বুঝে নিয়ে দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সব ধরনের পরিস্থিতিতে আল্লাহর ওপরই ভরসা করতে হবে। আমরা যত বেশি তাওয়াক্কুল করব, তত বেশি আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর ওপর ভরসা না করে পারিপার্শ্বিক অন্য কিছুর ওপর নির্ভর করা চিন্তার ত্রুটি।

শিক্ষাশিবিরে জামায়াত আমির মুসলিম-অমুসলিম সবার কাছে দাওয়াত পৌঁছানোর আহ্বান জানান এবং অনুকূল ও প্রতিকূল সর্বাবস্থায় দাওয়াতি কাজ অব্যাহত রাখতে বলেন।

শিক্ষাশিবিরে বিষয়ভিত্তিক বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী জামায়াতের মহিলা বিভাগীয় সেক্রেটারি আয়শা সিদ্দিকা পারভিন, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ইরানি আক্তার।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×