তারুণ্যের ‘প্রত্যাশা পুরণে’ নতুন দলের অভিযাত্রা শুরু: আসিফ নজরুল


Feb 2025/Asif Nazrul Law Adviser.jpeg
আসিফ নজরুল

জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র-তারুণ্যের ‘প্রত্যাশা পুরণে’ নতুন রাজনৈতিক দলের অভিযাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আসতে চলা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে আসিফ নজরুল ফেইসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন।

সেখানের শুভকমানা জানিয়ে আইন উপদেষ্টা লিখেছেন, ‘আজ নাহিদ আর আখতার শুরু করছে নতুন যাত্রা। জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র-তারুণ্যের প্রত্যাশা পুরণে শুরু হলো তাদের নতুন দলের অভিযাত্রা। জাতীয় নাগরিক পার্টির সবার জন্য অনেক দোয়া, শুভকামনা।’

সংসদ ভবনের সামনে মানিকমিয়া এভিনিউয়ের এক পাশে বানানো মঞ্চে এক সমাবেশের মাধ্যমে এ দলের আত্মপ্রকাশ হচ্ছে।

দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনকে রেখে দলের কমিটির শীর্ষ পদে আছেন ১১ জন।

আসিফ নজরুল লিখেছেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনের পর তিনি বিষন্নতায় ভুগতেন। এনসিপিতে সদস্যসচিব পদে আসতে চলা ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও আইন বিভাগের সাবেক শিক্ষার্থী আখতারকে নিয়ে পোস্টে আসিফ নজরুল বলেন, “এমন পরিস্থিতিতে একদিন আখতার হোসেন ঢাকা ব্শ্বিবিদ্যালয়ের আইন বিভাগে আসেন। যাকে তিনি বাড়ি থেকে ঢাকায় আনিয়ে স্নাতকোত্তর শেষ করাতে রাজি করিয়েছিলেন। কিন্তু এরপরও আখতারের ক্যাম্পাস ছেড়ে যাওয়ার লক্ষণ ছিল না।’

‘আমার গাড়ি থামিয়ে সে সালাম দিল। তারপর বেশ কিছুক্ষন কাঁচুঁমাচু করে দাড়িয়ে রইলো। আমি বিরক্ত হলাম। আরো বিরক্ত হলাম যখন সে বলল, নুর-রাশেদদের দল ত্যাগ করে নতুন সংগঠন করবে! আমি বললাম:আবার নতুন দল! আর কতবার মার খেতে চাও তুমি! সে মাথা নিচু করে মৃদু হাসতে থাকে। এই অদ্ভূত হাসির কোন মানে খুজে পেলাম না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আখতার হোসেনের গড়া গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতৃত্বে গঠিত একটি প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্মের নেতৃত্বে সরকারি চাকরির কোটা সংস্কারের আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছিল।

আখতারের রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে আসিফ বলেন, ‘কয়েক দিন পর ছাত্রলীগের হাতে মার খেয়ে তার (আখতার) রক্তাক্ত ছবি দেখে দু:খ আর হতাশায় বুক বিদীর্ণ হল। সে কি বুঝতে পারছে না কিছু হবে না আর এসব করে! বুঝতে আমি-ই পারিনি।’

আখতারের নতুন সংগঠন কয়েক মাসের মাথায় ‘এক অসম্ভবকে সম্ভব করেছে’ মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনার পতন হয়েছে; তার সংগঠনের নাহিদ হয়ে উঠেছে গণঅভ্যুত্থানের প্রধান নেতা।’

এনসিপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে চলা তরুণ ছাত্রনেতা নাহিদ কয়েক দিন আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করা নাহিদ ইসলাম ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ।

নাহিদকে আইন উপদেষ্টা প্রশংসায় ভাসিয়েছেন তার পোস্টে।

তিনি বলেন, ‘উত্তাল জুলাইয়ে আমার এবং আমার মত লক্ষ মানুষের নেতা! তারপর নাহিদের সাথে কাজ করলাম নতুন সরকারে। কত বার যে সে আমাকে বিস্মিত করল তার যোগ্যতা, বাকসংযম, ব্যক্তিত্ব আর অকল্পনীয় ম্যাচিউরিটি দিয়ে! নাহিদ থাকে আমার পাশের বাসায়। সে সরকার থেকে পদত্যাগ করার দিন, গভীর রাতে তার সবুজ লনের দিকে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ। মায়া বড় বিচিত্র বিষয়!’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×