নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে গোলাম পরওয়ার-মান্না-সাকি


Feb 2025/Manna Saki.jpg

‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বড় সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে যোগ দিতে এরই মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ রাজনীতিকরা।

বিএনপির পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিও অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বলে দলটি  থেকে জানা গেছে।  

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করবে। এরই মধ্যে এ দলের শীর্ষ কয়েকটি পদে নাম চূড়ান্ত হয়েছে।

ধারণা করা হচ্ছে, তরুণ নির্ভর নতুন এই দলের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সমাবেশে ব্যাপক জনসমাগম হবে।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সমাবেশস্থলের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাবেশে আগতদের মেটাল ডিটেক্টর ও আর্চওয়ের তল্লাশি পার করে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×