পীর চরমোনাইয়ের সাথে সোমবার বৈঠক করবেন মির্জা ফখরুল


Jan 2025/Rejaul Fakhrul.jpg

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম পীর চরমোনাইয়ের সঙ্গে বৈঠক করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বরিশালে পীর চরমোনাইয়ের মাদ্রাসা সফর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
 
মাদ্রাসা পরিদর্শন শেষে বৈঠক করেন পীর চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সঙ্গে। দুইজন দুইজনের সঙ্গে করমর্দন করে কুশলাদি বিনিময় করেন। পরে দুপুরে মধ্যাহ্নভোজে অংশ নেন তারা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×