
দেশের রাজনীতিতে গভীর শোকের আবহে আজ শুক্রবার বেগম খালেদা জিয়ার স্মরণে দেশজুড়ে চলছে প্রার্থনা ও দোয়ার আয়োজন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে আজ ২ জানুয়ারি তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার ব্যবস্থা নেওয়া হয়েছে।
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজ দিনব্যাপী বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে বাদ আসর গুলশান কেন্দ্রীয় মসজিদ আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব এবং সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
এর আগে বেলা ১১টায় মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে ’৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র-ঐক্যের উদ্যোগে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।
বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের যৌথ উদ্যোগে একই স্থানে আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ সময় পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের পাশাপাশি দোয়া মোনাজাত করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ভেতরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে ‘দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়া’র স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এ ছাড়া খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশব্যাপী বিএনপির জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ইউনিট পর্যায়ে স্থানীয় সুবিধাজনক সময়ে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হবে।