
রাজধানীর জিয়া উদ্যানে শুক্রবার সকালটা ছিল নীরব প্রার্থনায় ভরপুর। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তার নাতনি জাইমা রহমান।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে জাইমা রহমান পরিবারের অন্য সদস্যদের সঙ্গে জিয়া উদ্যানে পৌঁছান। তাদের সঙ্গে পরিবারের মোট ২০ জন সদস্য ছিলেন। দাদির কবরের পাশে তারা দীর্ঘ সময় মোনাজাতে অংশ নেন। জিয়ারত শেষে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তারা সেখান থেকে ফিরে যান।
এই সময় জাইমা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা।
এর আগে গত ৩১ ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। ছেলে তারেক রহমান স্বজনদের সঙ্গে নিয়ে মায়ের দাফন কার্য সম্পন্ন করেন। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মরহুমার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
উল্লেখ্য, দাফনের আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বিশাল এলাকায় খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়।