
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শেষ জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন।
দুপুর ২টার দিকে জানাজার প্রস্তুতি সম্পন্ন হয়ে, উপস্থিত জনতা ধারাবাহিকভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন।
সংসদ ভবন এলাকায় জনস্রোত এতটাই ব্যাপক হয়েছে যে, মানিক মিয়া অ্যাভিনিউ, আগারগাঁও, বিজয় স্মরণি এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের আশেপাশেও মানুষ ভিড় জমিয়েছেন। এই অনুষ্ঠানে অংশ নিতে বিদেশ থেকে আগত বিভিন্ন দেশের প্রতিনিধি ও কূটনীতিকরাও উপস্থিত রয়েছেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব জানাজা পড়াবেন।
সংসদ ভবন এলাকায় জিয়া পরিবারের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য, তিন বাহিনীর প্রধান, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা উপস্থিত রয়েছেন।
এছাড়া বিভিন্ন দূতাবাসের কূটনীতিক এবং আন্তর্জাতিক অতিথিরাও খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য সেখানে উপস্থিত রয়েছেন।