
এলএনজি সরবরাহ হ্রাসের কারণে আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় ১৮ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিতাস গ্যাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ সীমিত হয়ে গেছে। এর ফলে ২৬ ডিসেম্বর সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সব গ্রাহকের কাছে গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে কম থাকবে।
গ্যাস সরবরাহে এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।