
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগ চত্বরে জুমার নামাজ আদায় করেছেন হাজারো মানুষ। নামাজ শেষে হাদিসহ জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শাহবাগ চত্বরে এই জুমার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেন ইমাম।
মোনাজাতে ইমাম বলেন, ‘হে আল্লাহ, আপনি আমাদের ওসমান হাদি ভাইকে শহীদ হিসেবে কবুল করুন। তার জীবনের সবভুল-ভ্রান্তিগুলো মাফ করে দেন। তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’
এ সময় আবরার ফাহাদ, মুগ্ধ, আবু সাঈদসহ জুলাই গণ-অভ্যুত্থানে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে আন্দোলনে আহত হয়ে যারা মানবেতর জীবন যাপন করছেন, তাদের দ্রুত আরোগ্য লাভের জন্যও দোয়া করা হয়।
মোনাজাতে আরও বলা হয়, ‘হে আল্লাহ, হাসিনা অফিস-আদালতে তার বাবার মূর্তি বসানোর চেষ্টা করেছে। কিন্তু, তুমি তো অন্তরের মালিক। তুমি মানুষের মনে এমন ঘৃণা তৈরি করে দিয়েছ যে, সেই মূর্তি তারা ভেঙে দিয়েছে। তুমি আরো একবার দেখিয়ে দিলে, ফেরাউনদের তুমি ছাড় দাও কিন্তু ছেড়ে দাও না। তরুণদের মধ্যে তুমি এমন শক্তি দিয়েছ যে, তারা কোনো অন্যায়কে বিন্দুমাত্র প্রশ্রয় দিতে প্রস্তুত নয়। এই তরুণরাই আগামীতে ইসলামের পতাকা সমুন্নত রাখবে।’
বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয়। মোনাজাতে ইমাম বলেন, ‘আমাদের মধ্যে বিভিন্ন দল, মত থাকতে পারে। কিন্তু, যখনই দেশের সার্বভৌমত্বের প্রশ্ন আসবে, তখন সব দল-মত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের জন্য লড়াই করতে হবে।’