নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে: আইন উপদেষ্টা


February 4 2025/Asif-Nz dw.jpg

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচারব্যবস্থা এখন পূর্ণ গতিতে চলছে এবং এই ধারাবাহিকতায় নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার সম্পন্ন হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে জুলাই অভ্যুত্থানকে ঘিরে নির্মিত আরিফুর রহমান পরিচালিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ (জুলাই আপরাইজিং)’-এর প্রিমিয়ার শো উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, “বর্তমানে বিচার নিয়ে নানা প্রশ্ন থাকলেও বিচারপ্রক্রিয়া দৃশ্যমান ও সক্রিয় রয়েছে। আমরা সরকারে আসার পর থেকেই বিচারিক সংস্কার, শহীদদের পুনর্বাসন ও গ্রহণযোগ্য নির্বাচন ছিল আমাদের অগ্রাধিকার। জনগণকে আশ্বস্ত করতে চাই হতাশ হওয়ার কিছু নেই।”

তিনি অভিযোগ করেন, “শেখ হাসিনার নেতৃত্বাধীন দল ও তাদের অনুসারীরা হাজার হাজার কোটি টাকা ব্যবহার করে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে, এবং এই বিচারকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে। তবুও আমরা সর্বোচ্চ মানের বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে স্মৃতিচারণ করে তিনি বলেন, “বাংলা ভাষা নিয়ে যখন প্রশ্ন তোলা হয়, তখন জনগণ বলেছিল, ‘বাংলা কি তোর বাপদাদার?’ জুলাই মানেই ত্যাগের গল্প, যেখানে একজন মা পানি বিলি করছেন, ছাত্ররা রাস্তায় লড়ছে, রিকশাচালক ভাইয়েরাও প্রতিবাদে নেমেছেন এটি এক মহাকাব্যিক অধ্যায়।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “গত ১৬ বছরে জনগণ নিপীড়ন, গুম ও হত্যার শিকার হয়েছে। এখন সময় এসেছে সেই ইতিহাস স্মরণ করে বারবার আলোচনা করা এবং শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের সামনে তুলে ধরার।”

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “জুলাইয়ের আন্দোলন শুধু ৩৬ দিনের নয়, বরং ৫৪ বছরের সংগ্রামের প্রতীক। আমাদের কাজ এখন সত্যকে সাংস্কৃতিকভাবে উপস্থাপন করা। কারণ সত্যের পক্ষে থাকা এখন সবচেয়ে বড় শক্তি।”

মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান বলেন, “ফ্যাসিবাদ বারবার ফিরে আসতে চাইবে, কিন্তু আমরা তা আর হতে দেব না। বিচারহীনতার যে সংস্কৃতি ছিল, তা যেন ভবিষ্যতের প্রজন্মের সামনে আর না আসে।”

অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের পিতা মো. মকবুল হোসেন সন্তানের বিচার দাবি জানিয়ে বলেন, “এক বছর পেরিয়ে গেছে, এখনো বিচার পাইনি। দোষীদের দ্রুত বিচার চাই।”

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তথ্যচিত্রটি প্রযোজনা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

আয়োজকরা জানিয়েছেন, জুলাইয়ের গণআন্দোলন ও শহীদদের স্মরণে এই ধরনের আয়োজন নিয়মিত করা হবে, যাতে ইতিহাস শুধু স্মৃতিতে নয়, কর্মে ও চেতনায় বেঁচে থাকে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×