ভারত সীমান্তে বাড়তি কোনও ব্যবস্থা নেবে না বাংলাদেশ: খলিলুর রহমান


6-1746541538.webp

ভারত ও পাকিস্তান উত্তেজনার মধ্যে বিভিন্ন সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে দিল্লি। এ পরিস্থিতিতে সীমান্তে বাড়তি কোনও ব্যবস্থা নেবে না বাংলাদেশ বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

মঙ্গলবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পরে একথা জানান তিনি। 

তিনি বলেন, ‘আমাদের সীমান্তের নিরাপত্তার জন্য যা যা করা দরকার তা আমরা করবো। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি আছে। আমাদের সঙ্গে ভারতের সে ধরনের উত্তেজনা নেই। আমরা বাড়তি কোনও কিছু করবো না।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×