ঢাকায় শিশু পার্কে ফিরছে শহীদ জিয়ার নাম
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:১৯ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চতুর্থ পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালনা কমিটির ২৫ জন সদস্য মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত হয়।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ‘নাগরিকদের চলাচল নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে পবিত্র রমজান মাসের পূর্বেই বিভিন্ন রাস্তায় সৃষ্ট পিটহোল সমূহ মেরামতের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পতিত সরকারে সাথে জড়িত ব্যক্তিবর্গের নামে নামকরণকৃত ১০টি প্রতিষ্ঠান/স্থাপনার নাম পরিবর্তন করে পূর্বের নাম বহাল এবং কয়েকটি স্থাপনা/প্রতিষ্ঠান সংশ্লিষ্ট স্থানের নামে নামকরণের সুপারিশ করা হয়। সভায় শাহবাগের ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক’, এর নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘শহীদ জিয়া শিশু পার্ক করার সুপারিশ করা হয়েছে।’
একসময় শাহবাগের শিশু পার্কটি ছিল রাজধানীর শিশু-কিশোরদের বেড়ানো ও বিনোদনের জন্য আকর্ষণীয় এক স্থান। নাগরদোলা, ঘোড়া, উড়োজাহাজ, রেলগাড়িসহ এখানকার রাইডগুলো শিশুদের আনন্দ দিয়েছে দীর্ঘদিন। ছয় বছর ধরে সংস্কারের নামে ফেলে রাখা হয়েছে শিশুপার্কটি। কোলাহল হারিয়ে পার্কটি এখন সুনসান। এতে বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিশু–কিশোরেরা।