
রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল মন্তব্য করেছেন, বিদেশি কূটনৈতিকদের আচরণ দেখে বোঝা যায় তারা ধরেই নিয়েছেন যে বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে। তিনি বলেন, “নির্বাচনে অংশ নেওয়া অনেকগুলো রাজনৈতিক দল আছে। সেই দলের মধ্যে একটি দলের সঙ্গে যে সম্পর্ক তারা দেখিয়েছে, সেটি মানে তারা ধরেই নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে। এটা যদি ধরে নেন, খুব একটা ভুল হবে না।”
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে মাসুদ কামাল এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর আমরা একটি নতুন সরকার পাব। “এই অন্তর্বর্তীকালীন সরকারের গুমট একটা শাসন অবসান ঘটবে। আমরা এমন একটি সরকার পাবো, যার কাছে জবাবদিহিতা চাইতে পারব। যে সরকারের কাছে আগে পারতাম না, তাদের কোনো জবাবদিহিতা ছিল না।”
মাসুদ আরও উল্লেখ করেন, “বিভিন্ন মানবাধিকার সংস্থা যে হিসেব দিয়েছে, তা দেখায় ২০২৫ সালে ড. ইউনূসের আমলে অনেক বেশি মানুষ বিচার বহির্ভূতভাবে বা মবের মাধ্যমে মারা গেছে, যা আতঙ্কজনক। আওয়ামী লীগের আমলে যারা মারা গিয়েছিলেন তার চেয়ে এ সংখ্যা অনেক বেশি।”
তিনি খালেদা জিয়ার শেষ যাত্রার প্রসঙ্গে বলেন, “ওনার শেষ যাত্রায় যারা এসেছিলেন তারা আশেপাশের সব দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। খালেদা জিয়া এখন দেশের প্রধানমন্ত্রী নন, তার দলও ক্ষমতায় নেই। তাহলে এত উঁচুমানের লোক কেন এসেছিলেন?”
মাসুদ ভারতের আচরণকেও উল্লেখ করে বলেন, “ভারত আমাদের প্রতি যে মনোভাব দেখিয়েছে তা আমরা ভালো বলতে পারি না। ঠিক সেই সময়ে জয়শঙ্কর ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান নিয়ে অল্প সময়ের জন্য এসেছিলেন শোক প্রকাশ করতে। ভারতের শোক বার্তা তারেক রহমানের হাতে পৌঁছে গেল, কিন্তু তিনি প্রধান উপদেষ্টা বা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে আসেননি।”
তিনি আরও বলেন, “ভারত বারবার বলেছে, তারা নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। অর্থাৎ তারা শুরু থেকেই ড. ইউনূসের সরকারকে মেনে নেয়নি। এখন নির্বাচনের আগে তাদের আচরণ থেকে বোঝা যায় যে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাব্য দল হিসেবে তারা বিবেচনা করছে।”