আজ বিশ্ব গন্ডার দিবস


আজ বিশ্ব গন্ডার দিবস

ভালোবাসা, বন্ধুত্ব কিংবা পরিবেশ—বছর জুড়েই পালিত হয় নানা দিবস। তবে আজ ২২ সেপ্টেম্বরকে ঘিরে আলোচনায় এক বিশেষ প্রাণী—গন্ডার। এদিন পালিত হচ্ছে বিশ্ব গন্ডার দিবস, যার মূল লক্ষ্য গন্ডার সংরক্ষণ এবং চোরাশিকার প্রতিরোধে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করা।

ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (WWF) সাউথ আফ্রিকা প্রথম ২০১০ সালে দিবসটি ঘোষণা করে। সেই থেকে প্রতি বছর ২২ সেপ্টেম্বর নানা কর্মসূচির মধ্য দিয়ে গন্ডার রক্ষায় বিশ্বজুড়ে আয়োজন করা হচ্ছে সচেতনতা কার্যক্রম।

বর্তমানে বিশ্বে মাত্র পাঁচ প্রজাতির গন্ডার বেঁচে আছে—আফ্রিকার সাদা ও কালো গন্ডার এবং এশিয়ার একশৃঙ্গ, জাভা ও সুমাত্রার গন্ডার। কিন্তু বন ধ্বংস, প্রাকৃতিক দুর্যোগ আর অব্যাহত চোরাশিকারের কারণে এই দুর্লভ প্রাণী আজ মারাত্মক বিলুপ্তির ঝুঁকিতে।

গন্ডার রক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বিভিন্ন দেশে। কোথাও আয়োজন করা হয় সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক সভা, আবার কোথাও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি চিত্র প্রদর্শনী, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন ও পোস্টার বিতরণের মতো উদ্যোগের মাধ্যমেও দিনটি পালিত হয়।

বিশেষজ্ঞরা মনে করেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো আর কখনো গন্ডার দেখতে পাবে না। তাই বিলুপ্তির হাত থেকে পৃথিবীর এই শক্তিশালী প্রাণীকে রক্ষায় বিশ্ব গন্ডার দিবস আজ বারবার মনে করিয়ে দিচ্ছে জরুরি করণীয়গুলো।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×