
নতুন বছরের আগমনের আনন্দে রাজধানীর আকাশে আলো আর শব্দের তাণ্ডব দেখা গেছে। ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ২০২৬ সালের সূচনার রাতে বিভিন্ন এলাকা আতশবাজি, পটকা এবং ফানুস ছোঁড়ার মাধ্যমে উদযাপিত হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই আতশবাজি ও পটকার তীব্র শব্দে তাদের শিশুদের ভয় পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন। কেউ কেউ হাসপাতালে থাকা অসুস্থ রোগীদের অসুবিধার কথাও তুলে ধরেছেন।
এ বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি লিখেছেন, “যে বিকট শব্দ আর আগুনের ঝলকানি তোমাকে আজ উল্লাসে মাতাচ্ছে, এর চেয়েও বিকট আওয়াজ আর ভয়ংকর তীব্র আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়। তবুও তুমি বুঝবে না?”
আজহারী এই মন্তব্যের সঙ্গে একটি হাদিসচিত্রও শেয়ার করেছেন। হাদিসটি সুনানে আবু দাউদ, ৪০৩১ নম্বরে উল্লেখ করা হয়েছে, যেখানে রাসুল (স.) বলেছেন, ‘যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে।’