
ভারতের হরিয়ানার ফরিদাবাদে এক মর্মান্তিক ঘটনা ঘটে, যেখানে চার বছর বয়সী কন্যাকে ৫০ পর্যন্ত সংখ্যা গুনতে না পারায় পিটিয়ে হত্যা করে তার পিতা। এই ঘটনায় অভিযুক্ত বাবা কৃষ্ণ জয়সওয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কৃষ্ণ জয়সওয়াল প্রথমে ঘটনাটি সিঁড়ি থেকে পড়ে দুর্ঘটনা হিসেবে চালানোর চেষ্টা করেছিলেন। তবে হাসপাতালের চিকিৎসক শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ প্রকাশ করেন। পরে মা পুলিশকে বিষয়টি জানান।
জিজ্ঞাসাবাদে কৃষ্ণ স্বীকার করেছেন, তিনি নিজের মেয়েকে পড়াতে বসেছিলেন। শিশুটি ৫০ পর্যন্ত সংখ্যা গুনতে না পারায় ক্ষুব্ধ হয়ে তিনি মারধর করেন, যার কারণে শিশুটি অচেতন হয়ে পড়ে। কয়েক মিনিট পর তাকে নিকটস্থ সরকারি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, কৃষ্ণ ও তার স্ত্রী দুজনই একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং ফরিদাবাদের ঝরসেনতালি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাদের তিন সন্তান রয়েছে—সাত বছর বয়সী ছেলে এবং চার ও দুই বছর বয়সী দুই কন্যা।