
ভোরের নীরবতা ভেঙে ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় আবারও অগ্ন্যুৎপাত ঘটেছে দেশটির অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট সেমেরুতে। বুধবার (১৪ জানুয়ারি) ভোরের দিকে শুরু হওয়া এই অগ্ন্যুৎপাতে পর্বতের চূড়া থেকে আকাশে প্রায় ১,৬০০ মিটার পর্যন্ত ছাই ছড়িয়ে পড়ে।
রাষ্ট্র পরিচালিত আন্তারা নিউজ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অগ্ন্যুৎপাত অব্যাহত ছিল। তবে এখনো কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষতির তথ্য মেলেনি।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর মাউন্ট মারাপি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে আগ্নেয়গিরির তিন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সাধারণ মানুষ, পর্যটক ও দর্শনার্থীদের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
মাউন্ট সেমেরু প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত এবং এটি ইন্দোনেশিয়ার প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির একটি।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া নিয়মিত ভূমিকম্পপ্রবণ একটি দেশ। দেশটিতে ১২০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যা একে প্রাকৃতিক দুর্যোগের উচ্চ ঝুঁকির মধ্যে রাখে।