
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের তীব্রতার কারণে দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার ইউএস ভার্চুয়াল এমবাসি ইরান এক নিরাপত্তা সতর্কবার্তায় জানায়, মার্কিন নাগরিকদের নিজেদের ব্যবস্থায় দ্রুত ইরান ত্যাগ করতে হবে এবং এই সময় যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান থেকে স্থলপথে বের হওয়ার কিছু সীমান্ত এখনও খোলা আছে। ব্যবহারযোগ্য সীমান্তের মধ্যে রয়েছে: আর্মেনিয়ার সঙ্গে আগারাক-নোরদুজ সীমান্ত, তুরস্কের সঙ্গে গুরবুলাক-বাজারগান, কাপিকয়-রাজি ও এসেন্দেরে-সেরো সীমান্ত।
যদিও তুর্কমেনিস্তানের সীমান্ত খোলা রয়েছে, সেখানে প্রবেশ করতে আগাম বিশেষ অনুমতি প্রয়োজন। অন্যদিকে, আজারবাইজানে প্রবেশ সীমিত, এবং আফগানিস্তান, ইরাক বা পাকিস্তান-ইরান সীমান্ত ব্যবহার পুরোপুরি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
এই সতর্কতা জারি করা হয়েছে দেশজুড়ে বিক্ষোভ, নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং যোগাযোগ ব্যবস্থায় বিধিনিষেধকে কেন্দ্র করে। এর ফলে ইরানে অবস্থানরত বিদেশিদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে।