
ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী দমন-পীড়ন চালানো হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে- এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২ জানুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “যদি ইরান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে এবং সহিংসভাবে হত্যা করে- যা তাদের রীতি, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। আমরা লকডাউন এবং লোডে আছি, যেতে প্রস্তুত। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ!”
বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, ফার্স নিউজ এজেন্সি ও মানবাধিকার সংগঠন হেঙ্গাও–এর প্রতিবেদনে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে হতাহতের তথ্য উঠে এসেছে। দক্ষিণ-পশ্চিম ইরানের লর্ডেগান শহরে দুইজন, আজনাতে তিনজন এবং কুহদাশতে একজন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় কর্মকর্তার বরাতে ফার্স নিউজ বৃহস্পতিবার জানায়, চাহারমহল ও বাখতিয়ারি প্রদেশের লর্ডেগান এলাকায় ১৫০ জনের বেশি মানুষ জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দেন এবং সরকারি ভবনে পাথর নিক্ষেপ করেন।
ওই কর্মকর্তা বলেন, “পুলিশ হস্তক্ষেপ করার পর কিছু বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়, এতে বেশ কয়েকজন কর্মকর্তা আহত হন। সংঘর্ষের সময় দুইজন নিহত হন।”
এর আগে ২৮ ডিসেম্বর, তেহরানের বাজারে বৈদেশিক মুদ্রার বিপরীতে ইরানি রিয়ালের দরপতনের প্রেক্ষাপটে বিভিন্ন স্থানে বিক্ষোভের খবর আসে।
এদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জনঅসন্তোষের বিষয়টি স্বীকার করে বলেন, চলমান অর্থনৈতিক সংকটের দায় সরকারের ওপরই বর্তায়। তিনি কর্মকর্তাদের উদ্দেশে আহ্বান জানান, সমস্যার জন্য যেন যুক্তরাষ্ট্রের মতো বহিরাগত শক্তিকে দায়ী না করা হয়।