
ইরান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। দেশটির গোয়েন্দা মন্ত্রী ঈসমাইল খাতিব জানিয়েছেন, “শত্রুরা সুপ্রিম নেতাকে টার্গেট করতে চায়। মাঝে মাঝে গুপ্তহত্যার চেষ্টার মাধ্যমে, আবার কখনও নাশকতার মাধ্যমে।”
তবে মন্ত্রী স্পষ্ট করেননি, এ মুহূর্তে খামেনির বিরুদ্ধে কোনো হামলার পরিকল্পনা চলছে কি না। ইরান সম্প্রতি প্রায় নিয়মিতই এমন সতর্কবার্তা দিচ্ছে।
ঈসমাইল খাতিব বলেন, “যারা সুপ্রিম নেতার ক্ষতি করতে চায়, তারা জেনে বা না জেনে শত্রুদের গুপ্তঘাতকের ভূমিকা পালন করছে।”
চলতি বছরের জুনে ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংক্ষিপ্ত যুদ্ধ হয়। সেই সময় ইসরায়েল ইরানের সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালায়। যুদ্ধের পর যুক্তরাষ্ট্রও তেহরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।
প্রসঙ্গত, সেই সময়ই শোনা যায়, ইসরায়েল আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্য করেও হামলা চালাতে চেয়েছিল। তবে তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাধা দেন। ট্রাম্প জানান, খামেনি তাদের জন্য সহজ টার্গেট হলেও তাকে হত্যা করা হবে না।
যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওই সময়ে এমন হামলার পরিকল্পনা স্বীকার করেননি, তবে মন্তব্য করেছিলেন, “যদি খামেনি মারা যায়, তবে যুদ্ধ থেমে যাবে।”