
মেক্সিকোর প্রশান্ত মহাসাগর তীরবর্তী সিনালোয়া রাজ্যের গ্রামীণ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র হামলাকারীদের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তামন্ত্রী ওমার গারসিয়া হারফুচ।
মন্ত্রী জানান, হামলার আগে একটি সশস্ত্র দল স্থানীয় প্রশাসনের ওপর আক্রমণ চালায়। পরে নিরাপত্তা বাহিনী তৎপরতা দেখিয়ে পাল্টা অভিযান শুরু করে এবং নয়জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় চারজনকে আটক করা হয়।
সিনালোয়া রাজ্য বহু বছর ধরে কুখ্যাত সিনালোয়া কার্টেলের প্রভাবের অধীনে রয়েছে। সরকারী বাহিনী নিয়মিত এই অঞ্চলে কার্টেলের নিয়ন্ত্রণ কমানোর জন্য অভিযান চালাচ্ছে, যার ফলে প্রায়শই প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিনালোয়া কার্টেলের বিভিন্ন উপদলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব অব্যাহত রয়েছে, যা এলাকায় নিরাপত্তার পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করছে।
উল্লেখযোগ্যভাবে, প্রতিবেশী যুক্তরাষ্ট্রও মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা পালন করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ক্যারিবিয়ান সাগর এবং প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে মাদক চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এসব অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৫টি কথিত মাদকবাহী নৌযান ধ্বংস হয়েছে এবং ৬৪ জন নিহত হয়েছে।