বরগুনায় একদিনে ডেঙ্গু আক্রান্ত ৯৩


বরগুনায় একদিনে ডেঙ্গু আক্রান্ত ৯৩

বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৯৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৯৫ জনে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় সর্বোচ্চ ৮০ জন, বেতাগীতে ২ জন, আমতলীতে ১ জন, বামনায় ৬ জন এবং পাথরঘাটায় ৪ জন শনাক্ত হয়েছেন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪২ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি ২০৬ জন, আমতলীতে ৩ জন, বেতাগীতে ৬ জন, বামনায় ১১ জন, এবং পাথরঘাটা ও তালতলীতে ৮ জন করে চিকিৎসাধীন আছেন।

জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২২ জন, যাদের সবার বাড়ি বরগুনা সদর উপজেলায়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ২ হাজার ২৮৩ জন, পাথরঘাটায় ৯৭ জন, বামনায় ৬১ জন, তালতলীতে ২২ জন, বেতাগীতে ১৮ জন এবং আমতলীতে ১৪ জন।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকা জাগো নিউজকে বলেন, ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসছে না। গত ২৪ ঘণ্টায় বরগুনা জেনারেল হাসপাতালে নতুন করে ৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

তিনি আরও বলেন, ভর্তি ও রিলিজ সমান হওয়ায় এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে এর বেশি আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এলে রোগীদের রাখার আর জায়গা থাকবে না।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জাগো নিউজকে বলেন, বরগুনায় ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা আজ। দিন যত বাড়ছে, আক্রান্তের হারও ততই বাড়ছে। কিছুতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। এমন চলতে থাকলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে। স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি বাড়ি ও আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশক নিধনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×