দশ দিনের ইতেকাফ শেষ করলেন অভিনেত্রী সুজানা


March 2025/Sujana etikaf.jpg
সুজানা জাফর

এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। এখন পর্দায় দেখা যায় না তাকে। অভিনয় জীবনকে বিদায় দিয়ে ধর্মীয় পথে জীবন গড়ছেন তিনি। তেমনটাই বোঝা গেল তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে।

সম্প্রতি সুজানা আলোচনায় এসেছিলেন তার বিয়ের খবর নিয়ে। জানা যায়, তৃতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন সুজানা জাফর। তার স্বামীর নাম জায়াদ সাইফ।

শনিবার (২৯ মার্চ) অভিনেত্রী সুজানা জাফর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আজকে আমার ১০ দিনের ইতেকাফ শেষ হলো, ইতেকাফ করার মধ্যে যে শান্তি সেটা বলে বোঝানো যাবে না।

তিনি আরও লেখেন, ‘আল্লাহ রাব্বুল আলামীন যেন আমার ইতেকাফ কবুল করেন আমিন। আল্লাহ যেন পবিত্র রমজানের উসিলায় আমাদের সবার গুনাহ মাফ করেন সবার রোজা, নামাজ, ইবাদত কবুল করেন।’

তার ভাষায়, ‘মন থেকে আমি সবার জন্য দোয়া করেছি যারা আমার থেকে দোয়া চেয়েছিলেন। আল্লাহ সবার মনের নেক আশা গুলো পূরণ করুক, সবাইকে সুস্থ রাখুক এবং হেদায়েত দিন এবং দুনিয়ার ফিতনা থেকে আমাদের সকলকে দূরে রাখুক, আমিন।’
 
উল্লেখ্য, এক সময় সুজানা বিজ্ঞাপনসহ ছোট পর্দায় কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। ব্যক্তিগত জীবনে ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন। সে সংসার স্থায়ী হয় মাত্র চার মাস। এরপর ২০১৪ সালে জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানকে ভালোবেসে বিয়ে করেন। তবে সংসার শুরুর মাস তিনেকের মাথায় তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। আট মাসের মাথায় তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×