
রাষ্ট্রীয় শোক ঘোষণা হলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হচ্ছে—এমনটাই নিশ্চিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই সময়ের মধ্যেই শুক্রবার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরীক্ষার আয়োজন নিয়ে কোনো পরিবর্তন আনা হয়নি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম জানান, পরীক্ষা পেছানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি। তাই পূর্বঘোষিত সময়সূচি অনুসারেই সব প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, “আগামী ২ জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে সময়সূচিতে কোনো পরিবর্তন এলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।”
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে—এমন দাবি করে নানা গুজব ছড়িয়ে পড়ে। এসব তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, নির্ধারিত সময় অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত শনিবার (২৭ ডিসেম্বর) থেকেই পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ দেওয়া হয়েছে।
জানা গেছে, সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘হিসাব সহকারী’ পদের পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত করা হয়েছিল। শুক্রবার (২৬ ডিসেম্বর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশের পরই শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়েও বিভ্রান্তি ছড়ায়।
এ অবস্থায় নতুন এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্পষ্ট করে জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ পরীক্ষা আগামী শুক্রবার (২ জানুয়ারি) নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রার্থীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।