ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা: পাঁচ দিনের ব্যবধানে ২ বার বাড়ল দাম

  • আনুপ রয়
  • প্রকাশঃ ০৯:০৯ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা: পাঁচ দিনের ব্যবধানে ২ বার বাড়ল দাম

চলতি বছরের গত ১ ফেব্রুয়ারি বাড়ানো হয়েছিল সোনার দাম। এর চার দিন না পেরোতেই ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ২ হাজার ৯২৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৭ হাজার ৮১৮ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যা কাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×