রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা তুহিন রিমান্ডে
- রাজশাহী প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৪৯ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৫

ঢাকার ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন তুহিন (৩৬)-এর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালত এই আদেশ দেন। এর আগে, গত ৪ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক মো. আখতার মোর্শেদ আসামিকে জিজ্ঞেসবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালত রবিবারের জন্য রিমান্ড শুনানি ধার্য করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, তুহিনের নেতৃত্বে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। মামলার ঘটনার সঙ্গে যুক্ত পলাতক আসামিদের গ্রেফতার, হেফাজতে থাকা বিস্ফোরক উদ্ধার, ষড়যন্ত্রকারী ও অর্থ যোগানদাতাদের শনাক্তকরণ এবং মোবাইল ফোন, ল্যাপটপসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করতে সাত দিনের রিমান্ড প্রয়োজন।
আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ কামরুল হোসেন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন কামরুল হোসেন।
এর আগে, গত ৩ সেপ্টেম্বর ধানমন্ডি এলাকায় নিজের বাসা থেকে তুহিনকে গ্রেফতার করা হয়। ওই দিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলায় অভিযোগ করা হয়েছে, ৩১ আগস্ট ধানমন্ডি ২৭ নম্বর রোডে তুহিন অন্তর্বর্তীকালীন সরকারের ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ক্ষতি সাধনের উদ্দেশ্যে জনগণের সামনে বিভিন্ন ধরনের স্লোগান প্রদান ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছেন। পুলিশ এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে।