
মুন্সিগঞ্জের গজারিয়ায় অবৈধভাবে অস্ত্র বিক্রির অভিযোগে এক নারীকে পুলিশ আটক করেছে। তার কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি একটি অত্যাধুনিক পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) গজারিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে মুন্সিগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে গজারিয়ার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ‘পাঁচমিশালি’ নামের একটি রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে আমেনা আক্তার (৩২) নামে এক নারীকে আটক করা হয়। আটককৃত নারী ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।
গজারিয়া থানার এসআই আব্দুল কাদের ভূঁইয়া বলেন, “গোপন সূত্রে খবর পাই ভিটিকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন ‘পাঁচমিশালি’ নামের একটি রেস্টুরেন্টের সামনে অস্ত্র বেচাকেনা হবে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে রেস্টুরেন্টের সামনে অবস্থান করা আমেনা আক্তার নামে এক নারীকে আটক করা হয়। এ সময় নারী পুলিশ তল্লাশিকালে তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।”
জিজ্ঞাসাবাদের সময় আমেনা আক্তার দাবি করেন, তিনি অস্ত্র বিক্রি করতে আসেননি, বরং প্রাক্তন স্বামীকে ফাঁসানোর উদ্দেশ্যে অস্ত্রটি ক্রয় করেছিলেন।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় মঙ্গলবার অস্ত্র আইনে মামলা দায়ের করে অভিযুক্তকে জেলহাজতে পাঠানো হয়েছে।”