
নির্বাচনি সমাবেশের ব্যস্ততার মধ্যেই মাগরিবের আজান হলে মঞ্চেই নামাজে দাঁড়ালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মৌলভীবাজারের শেরপুরের আইনপুরে আয়োজিত জনসভায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সমাবেশ মঞ্চেই নামাজ আদায় করেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজারের শেরপুর আইনপুরে বিএনপির নির্বাচনি জনসভায় এ ঘটনা ঘটে।
সমাবেশে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তারা হলেন— মৌলভীবাজার-১ আসনের নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার-২ আসনের শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনের এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনের মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব।
এর আগে বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে শুরু হওয়া সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। পাশাপাশি বিভিন্ন স্তরের স্থানীয় নেতা-কর্মীরাও মঞ্চে কথা বলেন।
সমাবেশ ঘিরে জেলার সাতটি উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন।