
পরিবেশ সুরক্ষায় কঠোর অবস্থান নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ছয়টি ইটভাটার মালিকের কাছ থেকে মোট ১১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি একটি ইটভাটা ও সেখানে মজুত বিপুল পরিমাণ কাঁচা ইট ভেঙে ফেলা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ছয়টি ইটভাটার মালিককে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি এলাকায় অবস্থিত মের্সাস এসএন্ডবি ব্রিকস ভাটার চিমনি ভেঙে ফেলা হয় এবং সেখানে প্রস্তুত করা বিপুল পরিমাণ কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়।
জরিমানার বিবরণ অনুযায়ী, উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া এলাকার মের্সাস নয়ন ব্রিকস থেকে ২ লাখ টাকা, হাটিকুমরুল এলাকার মের্সাস যমুনা ব্রিকস থেকে ৩ লাখ টাকা, ধোপাকান্দি এলাকার মের্সাস শাপলা ব্রিকস থেকে ১ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়। রায়গঞ্জ উপজেলার দত্তকুশা এলাকার মের্সাস তন্ময় ব্রিকস থেকে ৩ লাখ টাকা, ঘুড়কা এলাকার মের্সাস উজ্জল ব্রিকস থেকে ৫০ হাজার টাকা এবং দাথিয়া বেনিমাধব এলাকার মের্সাস কেয়া ব্রিকস মালিকের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় বগুড়ার পরিচালক (উপসচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শাহিন আলম, পাশাপাশি র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।