
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪টি আসনে ১০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া বিএনপি থেকে লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর-২ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবলু খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিম ও লক্ষ্মীপুর-৪ আসনে আশরাফ উদ্দিন নিজানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে সদর আসনে জামায়াতের প্রার্থী ড. রেজাউল করিম, লক্ষ্মীপুর-২ আসনে মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনে নাজমুল আহসান পাটওয়ারী ও লক্ষ্মীপুর-৪ আসনে এ আর হাফিজ উল্লাহসহ ইসলামী আন্দোলন, এনসিপি ও জেএসডিসহ ২৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মুসলিম লীগের প্রার্থী রেজাউল করিম, স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরান, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে গণঅধিকার পরিষদের আবুল বাশার, এবি পার্টির কেফায়েত উল্যা, কল্যাণ পার্টির ফরহাদ মিয়া, লক্ষ্মীপুর-৩ আসনে জেএসডির প্রার্থী হারুন অর রশিদ, এনসিপির সেলিম মাহমুদ ও এনপিপির প্রার্থী সামছুদ্দিন এবং লক্ষ্মীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আ ন ম মঞ্জুর মোরশেদ, শরাফ উদ্দিন আজাদ সোহেল ও নুরুল হুদা চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ভোটার তালিকা সঠিক না থাকায় ও তথ্যগত নানা ভুল এবং মামলার তথ্য গোপনসহ নানা কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
মনোনয়নপত্র যাচাইয়ের সময় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী উপস্থিত ছিলেন।