
ময়মনসিংহের গফরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আজিম উদ্দিন আজিম (৪৩) ও আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনাকে ‘ষড়যন্ত্রমূলক’ দাবি করে আজিমের অনুসারী হিসেবে পরিচিত বিএনপির একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে গফরগাঁও প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের পশু হাসপাতাল রোড এলাকার একটি বাসা থেকে আজিমসহ দুজনকে আটক করা হয়। গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন ওই এলাকার চমন মন্ডল (৩৬)।
অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তারের পর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানায় দায়ের করা মামলার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যৌথ বাহিনী পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের পশু হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে আজিম উদ্দিন আজিম ও চমন মন্ডলকে আটক করে। অভিযানে তাদের কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি খালি কার্তুজ, একটি শটগানের তাজা কার্তুজ এবং ইয়াবাসহ দুই ধরনের মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় গফরগাঁও থানার এসআই সাইদুল করিম বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে ময়মনসিংহ জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, যৌথ অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে এবং সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।