
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও এনসিপি মনোনীত প্রার্থী সারজিস আলম এবং পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমি একসঙ্গে দেশের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাইপর্ব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এই প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় দুই প্রার্থী পরস্পরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ কোলাকুলি করে ভিন্ন দল হলেও একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করেন।
সারজিস আলম বলেন, “বিএনপির প্রার্থী নওশাদ জমির ভাইসহ আমরা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এই কার্যক্রম সম্পন্ন করছি। নির্বাচনের শেষ দিন পর্যন্ত এবং নির্বাচনের পরও আমাদের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণের প্রতি ও দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা সবসময় অটুট থাকবে। দিনশেষে আমাদের দল আলাদা হতে পারে, আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু পঞ্চগড় ও দেশের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করে যাব। সম্ভবত এটি প্রথমবারের মতো যে বিএনপির প্রার্থী ও সমমনা ১১ দলের একজন প্রার্থী একসঙ্গে প্রেস ব্রিফিং করছেন। আমি বিশ্বাস করি, এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পঞ্চগড়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ সময় ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমাদের দল গভীর শোকগ্রস্ত। শোকের মাঝেও সাংবিধানিক নিয়ম অনুযায়ী নির্বাচনী কার্যক্রম চালানো হচ্ছে। পঞ্চগড়-১ আসনে আমারসহ সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সারজিস আলম যা বলেছেন, তাতে আমি সম্পূর্ণ একমত। দল ও আদর্শ ভিন্ন হতে পারে, তবে দেশের জন্য এবং পঞ্চগড়ের মানুষের কল্যাণে আমরা সবাই সমানভাবে কাজ করব। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।”
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান বাছাইপর্বে জানিয়েছেন, পঞ্চগড় জেলার দুটি আসনে মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে একজন এবং পঞ্চগড়-২ আসনে ছয়জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে পঞ্চগড়-১ আসনে সাতজন এবং পঞ্চগড়-২ আসনে পাঁচজনের মনোনয়ন।
বিশেষভাবে, পঞ্চগড়-১ আসনে জাগপা প্রার্থী রাশেদ প্রধানের মনোনয়ন বাতিল করা হয়। পঞ্চগড়-২ আসনে বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী রাহিমুল ইসলাম বুলবুল, মাহমুদ হোসেন সুমন, জাগপা প্রার্থী রাশেদ প্রধান, এলডিপি প্রার্থী রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান এবং কমিউনিস্ট পার্টির আশরাফুল ইসলামের মনোনয়নপত্র।