
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ভোররাতে একটি স্বর্ণের দোকানে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (৩ জানুয়ারি) ভোর প্রায় ৪টার দিকে পাঁচবিবি পৌরসভার রেলস্টেশন সড়কের মণ্ডল জুয়েলার্সে ডাকাতি করা হয়। ডাকাতদল নৈশপ্রহরীকে বেঁধে রেখে মাত্র কয়েক মিনিটের মধ্যে দোকানের তালা কেটে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লাখ টাকা লুটে নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, ডাকাতরা একটি মাইক্রোবাসে করে দোকানের সামনে আসে। এরপর তারা নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ফেলে এবং দোকানে প্রবেশ করে সিন্দুকের তালা ভেঙে মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায়।
দোকানের মালিক নুর ইসলাম বলেন, “দোকানের সিন্দুকে রাখা ৩৫ ভরির বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লাখ টাকাসহ প্রায় সব মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ডাকাতদল।”
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির মালামাল উদ্ধারে অভিযান শুরু হয়েছে। পুলিশ আইনগত সব ব্যবস্থা গ্রহণ করবে।”