
নাটোরের নলডাঙ্গায় নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রাস্তার মধ্যে আগুন জ্বালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা দ্রুত পালিয়ে যায়।
শুক্রবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, মহিষমারী এলাকায় রাস্তার ওপর আগুন জ্বালানোর পর পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালায়। পরে ঘটনাস্থল থেকে ৫টি ককটেল, ৫টি পেট্রোলবোমা এবং নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ছবিসংবলিত একটি ব্যানার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।
ওসি সাকিউল আযম আরও বলেন, “নাশকতার উদ্দেশ্যে একটি দল এই ধরনের কার্যকলাপ চালাচ্ছে। এ নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”