
নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাফায়েত হোসেন শাহীনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরুদ্ধ কর্মকাণ্ডের কারণে সাফায়েত হোসেন শাহীনকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে সাফায়েত হোসেন শাহীন বলেন, “বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। বিএনপির চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে একজন কর্মী হিসেবে তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”