
‘দেশ ও মানুষের জন্য এবং গণতন্ত্রের জন্য জীবনবাজি রেখেছিলেন বলেই তিনি আপোষহীন নেত্রী হিসেবে সারা বিশ্বে পরিচিত। সুযোগ থাকা সত্ত্বেও দেশের জন্য তিনি পালিয়ে যাননি। তিনি জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তবুও এ দেশের মানুষকে ফেলে চলে যাননি। আর তাই তিনি বেঁচে থাকবেন এ দেশের মাটি ও মানুষের মাঝে। চিরস্মরণীয় হয়ে থাকবেন সাধারণ মানুষের কাছে।’
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ মঙ্গলবার দুপুরে পাবনা জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা।
পাবনা শহরের গোপালপুর লাহিড়ীপাড়ায় দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও উৎসুক মানুষ জেলা বিএনপির কার্যালয়ে ভিড় করেন। সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নূর মাসুম বগা, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর মাগফিরাত কামনায় পাবনা জেলা যুবদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এ সময় জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, বিএনপি নেতা শাহাদাত হোসেন, আমিরুল ইসলাম সবুজসহ অনেকে উপস্থিত ছিলেন।