
সিরাজগঞ্জ পৌর শহরের আমলাপাড়ায় এক বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সিরাজগঞ্জ জেলার একটি পরিবেশবাদী সংগঠন অসুস্থ পাখিটির যত্ন নেওয়া শুরু করে। স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীর তীরবর্তী এক গ্রামে অসুস্থ অবস্থায় শকুনটিকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা পাপ্পু শেখ তা তুলে বাড়িতে নিয়ে আসেন।
পাপ্পু বলেন, “বিরল প্রজাতির শকুনটি উড়তে না পেরে মাটিতে পড়ে যায়। যমুনা নদীর চর এলাকার কয়েকজন যুবক অসুস্থ শকুনটিকে ধরে আটকে রাখে। ঘটনা জানতে পেরে আমি শকুনটিকে আমার বাড়িতে আনলাম এবং চিকিৎসা শুরু করি। তিন দিন চিকিৎসার পর অবস্থার কিছুটা উন্নতি হলে আমি শকুনটিকে জেলার পরিবেশবাদী সংস্থা ‘দ্য বার্ডস সেফটি হাউস’-এর কাছে হস্তান্তর করি।”
দ্য বার্ডস সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, হিমালয়ান শকুন বা হিমালয়ান গ্রিফন একটি বিরল প্রজাতির পাখি। দীর্ঘ দূরত্ব উড়ার পর অতিরিক্ত ক্লান্ত হয়ে এটি মাটিতে পড়ে যায়।
তিনি বলেন, “আমরা শকুনটিকে খাবার ও ওষুধ দিচ্ছি। পাশাপাশি বিষয়টি বাংলাদেশ বায়োডাইভারসিটি কনজারভেশন ফেডারেশন (বিবিসিএফ) এবং রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে, যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”